top of page

পথ শিশুদের জন্য বাতিঘর পাঠশালা

পথশিশু অর্থাৎ ঘর বাড়ি হীন শিশু সম্প্রদায়- কলকাতার আনাচে কানাচে এরকম শিশুর সংখ্যা অনেক। এরা পেটের টানে শিশু বয়স থেকেই বিভিন্ন জীবিকার সাথে যুক্ত হয়ে যায়। এদের মাথার ওপর ছাদ নেই, নেই দুবেলা পেট ভরে খাবার নিশ্চয়তা। এদের শিক্ষা অর্জন এক অকল্পনীয় ব্যাপার। তাই এইসব শিশুদের কথা ভেবে লাইট হাউসের পক্ষ থেকে আমরা এক সান্ধ্যকালীন স্কুল শুরু করি । এই স্কুলটি এম জি রোড মেট্রো স্টেশানের সংলগ্ন এলাকায়। ২০১৭ সালের ১৮ই জুন ইফতার পার্টি থেকে শুরু হয় আমাদের স্কুল খোলার পরিকল্পনা এবং সেটা বাস্তবায়িত হয় ৭ ই জুলাইয়ে আমাদের প্রথম ক্লাসের মাধ্যমে। প্রথমে মাত্র ১২ জন ছাত্র নিয়ে পথ চলা শুরু করে এখন আমাদের ছাত্র সংখ্যা ৫৩। পড়াশোনা ছাড়াও লাইট হাউসের পাঠশালাতে এই খুদে পড়ুয়ারা সারা বছর বিভিন্ন রকমের কর্মকাণ্ডের সাথে জড়িয়ে থাকে। আমরা এই পাঠশালাতে ছবি আঁকা, কবিতা, নাচ, হ্যান্ডিক্রাফট , জীবন শৈলী, শিষ্টাচার ইত্যাদিও সমান গুরুত্ব দিয়ে শিখিয়ে থাকি। এখানে স্বাধীনতা দিবসের মতো জাতীয় অনুষ্ঠান পালন করা থেকে শুরু করে সব ধর্মের বিভিন্ন উৎসবও সমান ভাবে পালন করা হয়। ইতিমধ্যেই শ্রীরামপুর এবং সুরেন্দ্রনাথ কলেজের মঞ্চে এই সব পথ শিশুদের দিয়ে সাংস্কৃতিক  অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও এদের জন্য স্কুলে রোজ টিফিনের ব্যবস্থা, বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে খাবার ব্যবস্থা ইত্যাদি করা হয়ে থাকে। এছাড়াও অনেক লোক নিজেদের জন্মদিন, বিবাহবার্ষিকী ইত্যাদি ব্যক্তিগত অনুষ্ঠান এদের সাথে পালন করে থাকে।

bottom of page