top of page

শীতের বস্ত্র বিতরণ
 

২০১৬ সাল থেকে 'লাইট হাউস' শীতের পূর্বে সমাজের অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া লোকেদের জন্য কিছু শীতকালীন বস্ত্র দান করে আসছে। কলকাতা তথা বাংলার বিভিন্ন জায়গায় লোকেদের শীত কালে শরীর গরম রাখার মতন পাতলা কম্বল ও থাকে না। বহু জন কনকনে শীতের রাতে খোলা আকাশের নিচে শুয়ে রাত কাটাতে বাধ্য হয়। সেই ভাবনা থেকে প্রথমে কলকাতার রাস্তায় রাস্তায় কম্বল দান এবং ক্রমে সেটা ছড়িয়ে যায় কৃষ্ণনগর, ব্যান্ডেল, মানকুন্ডুতে। তারপরে আমরা যাই ফালাকাটার বন্ধ হয়ে যাওয়া চা বাগানে ৩০০ চা বাগানের শ্রমিকদের কম্বল বিতরণ করতে। এরপর কখনো উত্তরপাড়ার ইটভাটার শ্রমিকদের জন্য, কখনো আলিপুরদুয়ারে, কখনো পুরুলিয়া, বাঁকুড়ার বল্লভপুর ডাঙ্গা, মোল ডাঙা, বোলপুরে 2000 শীতবস্ত্র নিয়ে আমরা হাজির হয়েছি। এইভাবে ছড়িয়ে পরে আমাদের দেওয়া উষ্ণতার ওম বিভিন্ন লোকের গায়ে।।
bottom of page